পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা ব্যাটারি ও ইজিবাইক। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি চোরাই ব্যাটারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি ইজিবাইক।

গত শুক্রবার (১৫ নভেম্বর) খুলনা সদর থানাধীন জেলখানা ঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মো. রুবেল (৩২), বরগুনার বেতাগী এলাকার মো. শাকিল (২০) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মো. রানা হাওলাদার (২৩)।

কেএমপি ডিবি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।