পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১৫ নভেম্বর) কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগের গুড়িপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আ. আহাদ ঝন্টু (৫০), মো. সাজেমুল ইসলাম (৬০), মো. রিপন হোসেন (৩৫), মো. বাবু হোসেন (৪৫), মো. মাবুদ শেখ (৪৫) ও মো. রাসেল (৪১)। তাঁদের বাড়ি কাশিয়াডাঙ্গা থানা এলাকায়।

কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ জানায়, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।