পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে একটি চোরাই মোটরসাইকেল ও ২০০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১৫ নভেম্বর) জেলার কুলিয়ারচর ও কটিয়াদী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন কুলিয়ারচর থানা এলাকার মো. আমির মিয়া (৩০) এবং নিকলী থানা এলাকার মো. লিপন মিয়া (৪৫) ও মো. বাচ্চু মিয়া (৫০)।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক জানান, শুক্রবার সকালে কুলিয়ারচর থানাধীন নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ আমিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা করা হয়েছে।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী জানান, শুক্রবার রাতে কটিয়াদী থানাধীন বাট্টা চৌরাস্তা থেকে ইয়াবা বড়িসহ লিপন ও বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।