পিরোজপুরে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা-পুলিশ। মৃত্যুদণ্ড থেকে বাঁচতে ২১ বছর আত্মগোপনে ছিলেন তিনি।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরের দিকে খাগড়াছড়ির গুইমারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মিরাজুল হক ওরফে আব্দুল হকের (৬৫) বাড়ি মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ২০০৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও মেয়েকে হত্যা করে পালিয়ে যান আসামি মিরাজুল। এ ঘটনায় মামলা হয় এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে মামলার খবর শুনে ২০০৩ সালেই খাগড়াছড়ির গুইমারায় আত্মগোপন করেন তিনি।
ওসি আরও জানান, আসামি মিরাজুল পরিবার নিয়ে খাগড়াছড়ির গুইমারায় আত্মগোপনে ছিলেন। জোড়া খুনের মামলায় ২১ বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।