চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য অস্ত্র হাতে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে ভাইরাল করে। ভিডিওটি পুলিশের নজরে এলে অভিযান চালানো হয়। এ সময় শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়।

ওসি মো. বাহার মিয়া জানান, আটক পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধ অভিযোগ না পাওয়ায় তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।