পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর সদর থানা-পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁদপুর সদর থানাধীন নতুন বাজারের সিএসডি গোডাউনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

চাঁদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের ৮-১০ জন সহযোগী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।