কিশোরগঞ্জ রেলওয়ে থানা-পুলিশের অভিযানে ৭০টি টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. আ. রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তপু চন্দ্র বর্মন (৩০)।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বটতলা থেকে রাজ্জাককে ১৫টি টিকিটসহ গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপির দোকান থেকে তপুকে ৫৫টি টিকিট, কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারসহ গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, পরিচিত লোকজনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১৭টি ভুয়া আইডি তৈরি করেন আসামিরা। এসব আইডি দিয়ে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতেন। এরপর স্থানীয় কয়েকজন এজেন্টের মাধ্যমে দ্বিগুণ দামে বিক্রি করতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।