কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

খালিশপুরের পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ।

সভায় অক্টোবর মাসের মাদক ও অস্ত্র উদ্ধার এবং চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এসব অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

কেএমপির উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মোল্লা জাহাঙ্গীর হোসেন; উপপুলিশ কমিশনার (সদর) রাশিদা বেগম পিপিএম; উপপুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মো. লাবীব আবদুল্লাহকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন কেএমপি কমিশনার।

সভায় কেএমপির বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।