পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির একদিনের মধ্যে চার ডাকাতকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালপত্র উদ্ধার করেছে নাটোর সদর থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র।

গত বুধবার (১৩ নভেম্বর) নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।

গ্রেপ্তার আসামিরা হলেন নাটোর সদর থানা এলাকার মো. রনি (৩৬), মো. সবুজ আলী (২৭) ও সিংড়া থানা এলাকার মো. এনামুল হক (২৮) এবং নওগাঁর আত্রাই থানা এলাকার মিন্টু কুমার (৩২)।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, গত ১২ নভেম্বর দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভুক্তভোগী উত্তম কুমার সাহার নাটোর সদর থানাধীন মিরপাড়ার বাড়িতে প্রবেশ করেন। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণ ও ১১ হাজার টাকা লুটে চলে যান। কিছুক্ষণ পর উত্তর বড়গাছা এলাকার স্বপন কুমার কুন্ডুর বাড়িতে একই কায়দায় ডাকাতি করেন তাঁরা। সেখান থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণ, ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, পরের দিন ১৩ নভেম্বর নাটোর সদর থানায় পৃথক মামলা করেন ভুক্তভোগীরা। তদন্তের এক পর্যায়ে নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ২৪ ক্যারেটের গলিত স্বর্ণ, স্বর্ণ বিক্রির সাড়ে ১৩ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি চাপাতি, একটি ছোরা ও দুটি হাসুয়া।