খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদারুল খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা আছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন রামগড় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ১৮ সেপ্টেম্বর আলোচিত মামুন হত্যাকাণ্ডে দিদারুলের সম্পৃক্ততার তথ্য মিলেছে। বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধানোর অপচেষ্টা চালান তিনি। এ ছাড়া খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হত্যাকাণ্ডের পর তাঁর নির্দেশে খাগড়াছড়ি শহরে পাহাড়ি ও বাঙালিদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।