পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার অভিযানে ১০৭টি চোরাই ফোন ও ১৮৬টি হেডফোনসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থেকে আসামি সাফি আলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি প্রাইভেট কার।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, কুমিল্লা থেকে চোরাই ফোনের একটি চালান ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে প্রাইভেট কারটি ধাওয়া করে সাফিকে গ্রেপ্তার এবং চোরাই ফোন ও হেডফোন জব্দ করা হয়।

তিনি জানান, ফোন সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আসামি সাফি। চোরাই পথে আনা এসব ফোন রাজধানীর বিভিন্ন মার্কেটে সরবরাহের পরিকল্পনার কথা স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।