পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এস এম শামীমের (২৮) বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায়। বিকুল তালুকদার (১৯) নামের এক প্রার্থীর বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে প্রবেশপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করছিলেন পরীক্ষার্থীরা। তবে প্রবেশপত্রে থাকা ব্যক্তির ছবির সঙ্গে শামীমের চেহারার অমিল দেখে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, পরীক্ষায় পাস করিয়ে দিতে বিকুল তালুকদারের সঙ্গে ১০ হাজার টাকায় চুক্তি করেন শামীম। এ জন্য বিকুলের পরিবর্তে তিনি পরীক্ষা দিতে আসেন।

পুলিশ জানায়, আসামি শামীমের কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।