পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুয়েতপ্রবাসী মেহের আলীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের কাছ থেকে চারটি গুলি, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি ফোন জব্দ করা হয়েছে।

গত সোমবার (১১ নভেম্বর) নাটোরের সিংড়া ও যশোরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মো. তারেক হোসেন (২২), মো. সাজ্জাদ হোসেন (২১) ও মো. রিয়াজ উদ্দিন (২৩)।

যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদ জানান, গত ৯ আগস্ট যশোরের বাদিয়াটোলা এলাকার কুয়েত প্রবাসী ও বিএনপিসমর্থক মেহের আলীকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় গত ১২ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। তদন্তের এক পর্যায়ে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে আসামি তারেককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে অপর আসামি সাজ্জাদ ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, প্রবাসী শহর আলীর সঙ্গে ভুক্তভোগী মেহেরের দীর্ঘদিনের দ্বন্দ্ব। গত ৫ আগস্ট সরকার পতনের পর শহর আলীর বাড়িতে হামলার হুমকি দেন মেহের। এতে ক্ষিপ্ত হয়ে বিদেশ থেকেই মেহেরকে হত্যার পরিকল্পনা করেন শহর আলী। মেহেরকে হত্যা করতে ১ লাখ টাকায় আকাশ, রকি, তারেক, সাজ্জাদ ও রিয়াজকে ভাড়া করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে হত্যাকাণ্ডে জড়িত আকাশ ও রকিকে গ্রেপ্তার করা হয়েছে।