পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার একটি দল।

গত সোমবার (১১ নভেম্বর) রাতে পশ্চিম মেরুল বাড্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।

জব্দ করা দেশীয় অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

বাড্ডা থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন। ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন বাড়ির নির্মাণসামগ্রী ডাকাতি করতেন তাঁরা।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।