
খুলনা রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা গত সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরা হয়। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার। এ ছাড়া উত্তম কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার বলেন, এখন মশা বেড়েছে, অনেক পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সব থানা ও ফাঁড়িতে যে ফগার মেশিন দেওয়া হয়েছে, তা দিয়ে নিয়মিত মশার ওষুধ দিতে হবে। অফিস ও ব্যারাকের ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
সহকারী পুলিশ সুপার (কুষ্টিয়া রেলওয়ে সার্কেল) শফিকুল ইসলাম পিপিএম, বিভিন্ন থানা ও ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।