পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীতে লুণ্ঠিত স্বর্ণ ও পিকআপ ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা-পুলিশ। জব্দ করা হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া সাজাপ্রাপ্ত এক আসামি, পরোয়ানাভুক্ত দুই আসামি এবং নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) চাটখিল থানা-পুলিশ জানায়, চাটখিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন চাটখিল থানা এলাকার মো. সাগর (২২), রিয়াদ হোসেন বাবু (৩১), মো. খোরশেদ আলম, মো. লিটন, জাহাঙ্গীর আলম (৪০) ও মনির হোসেন (৩৮)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, আসামি সাগরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত প্রায় তিন ভরি স্বর্ণ এবং লুটের কাজে ব্যবহৃত অটোরিকশা। এ ছাড়া লুণ্ঠিত পিকআপ ভ্যানসহ আসামি বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি খোরশেদ, পরোয়ানাভুক্ত আসামি লিটন ও জাহাঙ্গীর এবং নিয়মিত মামলার আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।