পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মনছুর আহমেদ ওরফে মনছুর ডাকাতকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১১ নভেম্বর) ভোরে বরগুনা সদর থানাধীন কাঠবুনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দিপু জানান, আসামি মনছুরের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানাধীন রেলওয়ের ক্যান্টিন গেইটের কালভার্টের পশ্চিম পাশের নালা থেকে একটি দেশি এলজি ও দুটি কার্তুজ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ২৩ আগস্ট পাহাড়তলী বাজারের ডিমের আড়ৎ থেকে ৮০ হাজার টাকা লুট, গত ২১ অক্টোবর খুলশীর আনোয়ারা গার্মেন্টেসের সামনে থেকে স্বর্ণ লুট এবং গত নভেম্বরে প্রীতিলতা রেলওয়ে হাসপাতাল কলোনিতে একজনকে গুলি করেন মনছুর। ২০১৮ সালে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি এই মনছুর। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর এলাকায় টাকার বিনিময়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন তিনি।