কুড়িগ্রাম জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন।
এ ছাড়া রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. আখতারুজ্জামান এবং নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।