রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) নামের এক চাকরিজীবীকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।
গত রোববার (১১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল (৫৪), খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল (৪৯) এবং পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ (৪০)।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে বনশ্রীর জি ব্লকের ১ নম্বর রোডে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। আফতাবনগরের বাসা থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন নাজমুল। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে নাজমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর বাবা গত ১৩ অক্টোবর খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।