ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (১০ নভেম্বর) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের দক্ষিণ পাশ থেকে আসামি মো. উজ্জ্বল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা এনে শাহবাগে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।