পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী নগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত শনিবার (৯ নভেম্বর) রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আরএমপির বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম, পবা, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সোহলে রানা (৩২), মো. তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো. আল মামুন (৫১), মো. শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো. শরিফুল ইসলাম (৪০), মো. গোলাম মোস্তফা (৬০), মো. আলমগীর হোসেন (৫০), মো. শরীফ আহম্মেদ রাফি (৩৫) ও মো. মুক্তার হোসেন (৫৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি রাজশাহী নগরীতে।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরএমপি।