জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুর্ঘটনাকবলিত বাসে আটকে পড়া চারজনকে উদ্ধার করেছে চট্টগ্রামের লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি দল।
রোববার (১০ নভেম্বর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার ভোরে লোহাগাড়া থানাধীন চুনতি থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঘটনাস্থলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে। বাসে আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সহায়তা চান তিনি।
জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাকবলিত বাসে আটকে পড়া আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল।