জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

বেনাপোল আন্তঃনগর ট্রেন থেকে ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করা বেনাপোল আন্তঃনগর ট্রেন থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই)‌ বিধান চন্দ্র মল্লিক জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।