খুলনায় কেএমপি ও নৌবাহিনীর অভিযানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা নগরে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে নগরীর শিববাড়ি, বয়রা ও গোয়ালখালীতে পরিচালিত এই অভিযানে পুলিশকে সহায়তা করে বাংলাদেশ নৌবাহিনী।

এ সময় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২টি মামলা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৪টি যানবাহন আটক করা হয়।