পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সাতকানিয়ায় একটি হত্যা মামলার প্রধান আসামিকে চার বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামির নাম মো. হোছাইন ওরফে হোসেন।

পিবিআই চট্টগ্রাম জানায়, ২০২০ সালের ২০ মার্চ সন্ধ্যায় ভুক্তভোগী হানিফকে ফোন করে ডেকে নেন আসামি হোছাইন। এরপর চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হানিফের পা ভেঙ্গে দেন তিনি। প্রথমে হানিফকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২১ মার্চ তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তের এক পর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি হোছাইনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই চট্টগ্রাম।