ফতুল্লা থানা যুবদলের নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন ফতুল্লা থানা এলাকার রাসেল মাহমুদ (৪২) ও পাপিয়া আক্তার পান্না (৪২)।
পিবিআই নারায়ণগঞ্জের পরিদর্শক মো. আকতারুজ্জামান জানান, গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকার হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গা থেকে যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর ভাই।
তদন্তকালে জানা যায়, ভুক্তভোগী আনু আসামি রাসেলের আত্মীয়। আনুর স্ত্রীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে কয়েকবার তাঁদের ঝগড়া হয়। ২০২০ সালে আনুকে তালাক দেন তাঁর স্ত্রী। এরপর তিনি রাসেলকে বিয়ে করেন। এ নিয়ে দ্বন্দ্বের কারণে আনুকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পরিদর্শক মো. আকতারুজ্জামান জানান, আদালতে সোপর্দ করা হলে আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।