কনস্টেবল মো. নজরুল ইসলামের মৃত্যুতে কেএমপি পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিটিএসবির কনস্টেবল মো. নজরুল ইসলামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের পর কেএমপি পুলিশ লাইনস কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জন্য গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ (অতিরিক্ত দায়িত্ব ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশ নেন।

এর আগে গত ৭ নভেম্বর দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নজরুল ইসলামের মৃত্যু হয়।