পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ওষুধ। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কাভার্ড ভ্যানসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৬ নভেম্বর) মৌলভীবাজার সদর থানাধীন হামরকোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সিলেটের জৈন্তাপুর থানা এলাকার মাহতাব উদ্দিন (২৪) ও কুতুব উদ্দিন (২১)।

মৌলভীবাজার ডিবির ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আসামিদের কাছ থেকে ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় ওষুধ জব্দ করা হয়। তবে এসব ওষুধের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।