পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে ৯০ বোতল ফেনসিডিল ও অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (৬ নভেম্বর) রাতে নাগেশ্বরী থানাধীন নাখারগঞ্জ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নাগেশ্বরী থানা এলাকার মো. বেলাল হোসেন (২২), মো. আব্দুল খালেক (২০) ও তাজুল ইসলাম (২২)।

নাগেশ্বরী থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।