পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশের অভিযানে ৮ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোহাম্মদ কায়ুম রায়হানের (২০) বাড়ি কক্সবাজারের টেকনাফ থানা এলাকায়।

নারায়ণগঞ্জের (খ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি। তাঁর বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে।