উদ্ধার করা পিকআপ ভ্যান। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানী থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যান ঢাকার ধামরাই থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার ধামরাই থানা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

খিলগাঁও থানা-পুলিশ জানায়, গত ২ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পিকআপ ভ্যানে ২৫ হাজার ডিম নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর থেকে রাজধানীর খিলগাঁওয়ের উদ্দেশে রওনা দেন চালক আক্কাস মিয়া (৩৩) ও সহযোগী মো. রাজিব মিয়া (১৮)। রাত আড়াইটার দিকে খিলগাঁও এলাকায় পিকআপ ভ্যানটির গতিরোধ করে অজ্ঞাতপরিচয় তিন-চারজন ব্যক্তি। এক পর্যায়ে চালক ও তাঁর সহযোগীর হাত-পা ও মুখ বেঁধে আরেকটি গাড়িতে তোলা হয়। ডিমবাহী পিকআপ ভ্যানটি নিয়ে চলে যান আসামিদের একজন। এরপর চালক ও সহযোগীকে আসামিরা গাড়িতে করে তেজগাঁও ফ্লাইওভারে নামিয়ে দিয়ে চলে যান।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, এ ঘটনায় গত ৫ নভেম্বর খিলগাঁও থানায় মামলা করা হয়। তদন্তকালে ধামরাই থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।