
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত ডিএমপির পরিবহন বিভাগ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার বিপিএম এবং পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।