সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নিবন্ধিত একটি পিস্তল ও ২৫টি গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকা থেকে এসব পিস্তল ও গুলি জব্দ করা হয়।
তেজগাঁও থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনিপুরিপাড়ার ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ জব্দ করা হয়। এতে তল্লাশি করে একটি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ২৫টি গুলি, পাঁচটি ক্লিনিং কিট ও পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, প্রাথমিক অনুসন্ধান ও লাইসেন্স পর্যালোচনায় দেখা গেছে, এই অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।