ময়মনসিংহের তারাকান্দা থানা-পুলিশের অভিযানে ৩ হাজার ৫৩৫টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৪ নভেম্বর) তারাকান্দা থানাধীন বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মোজাম্মেল হকের (৫৫) বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায়।
তারাকান্দা থানা-পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।