পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ।

গত মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তপু নন্দী কোতোয়ালির ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত ৫ আগস্ট কোতোয়ালি থানাধীন নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সুজন। এ সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে সুজনসহ আরও অনেকে হতাহত হন। এ ঘটনায় গত ৩ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।