ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে দেশি অস্ত্র ও মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) নগরীর আকুয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার শরিফা (৪২) ও আপেল (৩৬)।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১৩ বোতল মদ, বিপুল পরিমাণ ইনজেকশন, চারটি তরবারি ও একটি টেডা জব্দ করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।