ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে বন্যপ্রাণী তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (৪ নভেম্বর) নগরীর চরপাড়ার পারমিতা চক্ষু ক্লিনিকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ময়মনসিংহের ধোবাউড়া এলাকার মো. আশরাফুল আলম (৫২) ও গৌরীপুর এলাকার মোছা. নূর জাহান (৪৫) এবং নেত্রকোনার দুর্গাপুর এলাকার আবুল হাসেম (৬০)।
কোতোয়ালি থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।