সিরাজগঞ্জ সদর নৌ থানা-পুলিশের অভিযানে ৫০ হাজার ৫৩০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) নৌ পুলিশ জানায়, সিরাজগঞ্জ সদর নৌ থানার আওতাধীন নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ১৫ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।