পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

মাদারীপুরের রাজৈর থানা-পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৪ নভেম্বর) রাতে রাজৈর থানাধীন ঘোষালকান্দি এলাকার পশ্চিমপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন রাজৈর থানা এলাকার খাদিজা বেগম (৩০) এবং ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকার মোসা. কাজল বেগম (৩২)।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) শেখ নুরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।