শাহবাগ থানার হেফাজতে থাকা নারী ও শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

এক নারী ও শিশুর পরিচয় বা পরিবারের তথ্য জানতে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা-পুলিশ। তাঁরা বর্তমানে শাহবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কের হেফাজতে আছেন।

শাহবাগ থানা-পুলিশ জানায়, গত রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের চারতলায় মেরিনা আক্তার নামের এক নারী দেড় বছরের এক ছেলেশিশুকে মারধর করছিলেন। এ সময় আশপাশের লোকজন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। সন্দেহ হওয়ায় তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তাঁর কাছে থাকা শিশুটির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না ওই নারী।

এমন অবস্থায় ছবিতে প্রদর্শিত নারী ও শিশুর পরিচয় বা পরিবারের তথ্য জেনে থাকলে শাহবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৫২৭), পুলিশ পরিদর্শক (০১৩২০-০৩৯৫২২) অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০-০৩৯৫২০) সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হলো।