পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা-পুলিশের বিশেষ অভিযানে ২১টি মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) কোম্পানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন কোম্পানীগঞ্জ থানা এলাকার মো. আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদ (৩৮) ও আবদুল করিম।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেপ্তার আসামি মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ২১টি মামলা বিচারাধীন। অপর আসামি করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।