পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।

গত শনিবার (২ নভেম্বর) রাতে হাজারীবাগ থানাধীন গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

হাজারীবাগ থানা-পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলির সিটি কলোনির বৈলখানা গেইটের সামনে ভুক্তভোগী মো. বিপ্লব ইসলাম প্রিন্সের (২০) ওপর হামলা চালান ১০-১৫ জন ব্যক্তি। বিপ্লবকে মারধর করে তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় গত ১ নভেম্বর হাজারীবাগ থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি সুমিত ও তৈবুরকে গ্রেপ্তার করা হয়। হামলায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের প্রধান ইয়াসিন নামের একজন। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত।