চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ছুরি ও মোটরসাইকেল।
শনিবার (২ নভেম্বর) ভোরে নগরীর বন্দর থানাধীন কাস্টমস হাউস সংলগ্ন পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন আরিফুল ইসলাম ইমন (২১), মো. আরমান (২০) ও মো. রাসেল (২১)। ইমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম রুবেল জানান, পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।