পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মোবাইল ফোন ও একটি ছোরা।

শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. আলাউদ্দিন ওরফে শাহিন (২৭) ও মো. তুষার (২০)।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার ফুটওভার ব্রিজের নিচে ছিনতাইয়ের শিকার হন শাহাবুদ্দিন শেখ (২৭) ও আলিফ তালুকদার (২৫)। অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে দুটি ফোন ও ১০০ টাকা ছিনিয়ে নেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীদের চিৎকার শুনে আসামিদের ধাওয়া করেন এসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স। এক পর্যায়ে সদরঘাট থানা এলাকা থেকে আসামি আলাউদ্দিন ও তুষারকে লুণ্ঠিত মোবাইল ফোন ও ছোরাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।