পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ আটজনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের চিলমারী থানা-পুলিশ।

শনিবার (২ নভেম্বর) চিলমারী থানাধীন সরকারি আশ্রয়ণ প্রকল্পের অব্যবহৃত একটি ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন রেজওয়ান আলী (৪৮), আনিসুর রহমান (৪৫), মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), আব্দুর রাজ্জাক (৩৫), মোহাম্মদ নূরনবী, মোহাম্মদ ফুল মিয়া (৬৬), মোহাম্মদ আতিকুর রহমান (৩৬) ও মো. মোস্তাফিজুর রহমান (৪৫)।

চিলমারী থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।