রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭) ও আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২)।
গত শুক্রবার (১ নভেম্বর) রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়ক থেকে হারেজ এবং উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়ক থেকে অর্চিকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, গত ৫ আগস্ট উত্তরা ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন লাবলু। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে মাথায় গুলিবিদ্ধ হন লাবলু। তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামি হারেজ ও অর্চিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।