কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সম্পন্ন হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে টিআরসি নিয়োগের এই কার্যক্রম সম্পন্ন হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তৃতীয় দিনে পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড় প্রতিযোগিতা, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন ও সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. আখতারুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
তৃতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।