রাজধানীর ধানমন্ডিতে জোর করে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা-পুলিশ ও সেনাবাহিনী।
গত বুধবার (৩০ অক্টোবর) রাতে ধানমন্ডির ১৩/এ সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে পাঁচটি রড ও পাঁচটি বাঁশের লাঠি।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯)। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গত বুধবার রাতে গ্রেপ্তার ১৩ আসামিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ধানমন্ডির ওই বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন। এক পর্যায়ে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন এবং বাড়ির কয়েকটি ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করেন।
তিনি জানান, খবর পেয়ে ধানমন্ডি ৩২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে এসে আসামিদের অবরুদ্ধ করে রাখেন। এরপর ধানমন্ডি থানা-পুলিশ ও সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করেন বাড়ির ম্যানেজার।