জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ডাকাতির চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ভোরের দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন কাসরুল বাজার থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলে কয়েকটি গাড়ি আটকে রেখেছে ডাকাতরা। জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে বিষয়টি সিরাজদিখান থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এদিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, এক ব্যক্তি তাঁর মেয়েকে (২১) দুই সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করেছেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ অভিযুক্ত রুবেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।