ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা-পুলিশের অভিযানে ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত দুই ব্যক্তিকে।
গত সোমবার (২৮ অক্টোবর) রাণীশংকৈল থানা এলাকা এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ঠাকুরগাঁও সদর থানা এলাকার মো. জাফর আলী (৩১) ও মো. শুভ (২৫) এবং ভুল্লি থানা এলাকার জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৫), মো. আ. রাজ্জাক (২৬), মো. লাবু ইসলাম (২৭) ও মো. মাহাবুর রহমান (৩০)।
সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মো. ফারুক আহমেদ জানান, ভুক্তভোগী মো. নাজমুল হোসেন (৩৫) ও মো. শামীম হোসেনের (২১) বাড়ি জামালপুরে। একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে রাণীশংকৈলে থাকেন তাঁরা। সোমবার বিকেলে কাজ শেষে বাসায় ফেরার পথে রাণীশংকৈল থানাধীন রাজবাড়ী দোশিয়া এলাকা থেকে মোটরসাইকেলে তাঁদের অপহরণ করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এরপর তাঁদের মারধর করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি জানান, অভিযোগে পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। এরপর রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার এবং দুই অপহৃতকে উদ্ধার করা হয়। আসামিদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও ১০ হাজার ৫০০ টাকা।
এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।